Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ইয়াবাসহ আটক ২

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযানে ইয়াবাসহ মোহাম্মদ একরাম (৩৬) ও মোহাম্মদ করিম (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আনোয়ারা থানার এসআই আকরামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার উত্তর পরুয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. একরামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র।
অপরদিকে থানা পুলিশের এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একই রাতে উপজেলার গোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. করিমকে ১২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে উপজেলার শাহাদত নগর জালিয়াঘাটা এলাকার আবদুর রহিমের পুত্র। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ