বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রের ভেতর থেকে বের হয়ে বেশ কয়েজন ভোটার এমন অভিযোগ করেছেন। সকাল ১০টার দিকে নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোট দিতে পারেনি এমন এক ভোটার মনিরা ইসলাম বলেন, আজ নতুন এক অভিজ্ঞতা অর্জন করলাম। আমার আঙ্গুলের ছাপ নিয়ে অন্য একজন ভোট দিয়েছে। তিনি বলেন, ভোট দেয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম।
কিন্তু বুথের ভেতর গিয়ে আমার নিজের ভোট দিতে পারলাম না। ওরা (আওয়ামী লীগ সমর্থকরা) আমাকে ভোট দিতে দেয়নি। আঙ্গুলের কালি লাগিয়ে ব্যালট নিয়েছিলাম। কিন্তু আমার হাত থেকে ব্যালট নিয়ে তারা সিল দিয়েছে।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আবু ইসলাম বলেন, এধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। যখনই এমন অভিযোগ আসবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে এ সময় কেন্দ্রের মধ্যে অবস্থান নেয়া বহিরাগতদের বের করে দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।