Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ছিনতাইকালে ১০ কিশোর গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

নগরীর স্টেশন রোডে ছিনতাইকালে ১০ কিশোরকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে তারা পথচারী ও রিকশা আরোহীদের কাছ থেকে অস্ত্রের মুখে ছিনতাই করছিল। থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কিশোর অপরাধীরা সেখানে ছিনতাই করার কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন থেকে স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় রিক্সা আরোহী, ট্রেনের যাত্রী ও মহিলা পথচারীদের কাছ থেকে ব্যাগ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইউসুফ (১৬), আব্দুল আজিজ (১৪), মোঃ সোহেল (১৩), মোঃ আহমেদ (১২), মোঃ রমজান (১৩), মোঃ আল আমিন (১২), মোঃ রমজান (১২), মোঃ রনি (১২), মোঃ রায়হান প্রকাশ লালু (১২) ও মোঃ মনির (১২)। তাদের কাছ থেকে দুইটি টিপ ছোরা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ