Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসরিন তার জীবনী নিয়ে সিনেমা বানাবেন!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

এক সময়ের আলোচিত চিত্রনায়িকা ২৬ বছর ধরে চলচ্চিত্রে আছেন। ক্যারিয়ারে প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। দিলদারের সঙ্গে তার জনপ্রিয় জুটি থাকলেও প্রথম সারির অনেক নায়কের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও দিলদারের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন তিনি। দিলদারের মৃত্যুর পর কাবিলার সঙ্গে জুটি হন নাসরিন। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করবেন। তিনি নিজেই এটি প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। গল্পের কাজ চলছে। কমল সরকার সিনেমাটির চিত্রনাট্য লিখবেন। পরিচালক হিসেবে তিনি দুজনকে পছন্দ করে রেখেছেন। একজন আবুল খায়ের বুলবুল, অন্যজন আজিজুর রহমান। সিনেমাটির নাম এখনো চুড়ান্ত হয়নি। তবে এটি তার জীবনী নিয়ে হবে বলে নিশ্চিত করেছেন। শুধু একটা নয়, আরো সিনেমা বানাতে চান তিনি। কে কে অভিনয় করবেন, সেটাও ঠিক করে রেখেছেন। নাসরিনের ছোটবেলার চরিত্রে অভিনয় করবে রানী নামের তার এক আত্মীয়। সিনেমার নায়ক হিসেবে দেখা যাবে শ্রাবণ শাহকে। ঈদুল আযহার পর শূটিং শুরু হবে। উল্লেখ্য, নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে, অগ্নিশপথ সিনেমার মাধ্যমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ