Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের যাত্রা শুরু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

শ্রোতাদের রুচিশীল গান উপহার দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজ’র নতুন প্রতিষ্ঠান এসএস মিউজিক ক্লাব। এ উপলক্ষে গত ২৭ জুলাই গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসএস মাল্টিমিডিয়া হাউজ ও এসএস মিউজিক ক্লাবের কর্ণধার আফরোজা সুলতানা পপি, প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সংগীত পরিচালক আবিদ রনি ও নির্মাতা ওসমান মিরাজসহ শোবিজ অঙ্গনের অনেকে। অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। এখন থেকে চ্যানেলটিতে দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গান ও মিউজিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে এসএস মাল্টিমিডিয়া হাউজ ও এসএস মিউজিক ক্লাবের কর্ণধার আফরোজা সুলতানা পপি বলেন, শুরুতে আমরা দর্শক ও শ্রোতাদের পাঁচটি শ্রæতিমধুর গানের সঙ্গে নান্দনিক মিউজিক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শ্রোতা ও দর্শকদের চাহিদার অনুযায়ী আমরা নিয়মিত গান ও মিউজিক ভিডিও প্রকাশ করবো। পাঁচটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ওসমান মিরাজ। তিনি বলেন, যেহেতু আমার নির্মিত মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের যাত্রা শুরু হচ্ছে, তাই আমার জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ ছিলো। আমরা চেষ্টা করেছি, মিউজিক ভিডিওগুলো একেবারে ভিন্ন আদলে ও মান ঠিক রেখেন নির্মাণ করতে। আশা করছি, গানগুলো সবার ভালো লাগবে। বিলিয়ান বিপুর কথায় ‘মনকে খুঁজেছি গানে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সোহান ও রেশমি। গানটির সুর ও সংগীত করেছেন সুষমিত মন্ডল। আবিদ রনির সুর, সংগীত ও কথায় ‘অস্থির সময়’ গানে কণ্ঠ দিয়েছেন আতিক সামস। ‘মন শুধু চায়’ গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আতিক সামস। গানটির সুর, সংগীত ও কথা আবিদ রনির। কণ্ঠ দেয়ার পাশাপাশি দূরে তুমি গানটিরও সুর, সংগীত ও কথা মাহমুদ সানির। নিজের সুর ও সংগীতে ‘হারিয়েছি তোর প্রেমে’ গানে কণ্ঠ দিয়েছেন সুষমিত মন্ডল। কথা লিখেছেন বিলিয়ান বিপু। গানগুলোর ভিডিওতে মডেল হয়েছেন-আমান রেজা, আশফাক রানা, লিয়ানা লিয়া, তারেক, রিও, ঝরা, তৃষ্ণা, সূচি, মাহামুদ সানি ও জেরিন। অনুষ্ঠানে সবগুলো মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক ভিডিও


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ