রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে হোন্ডাচোরের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মান্দার কান্দি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে সুমন (২৩) এবং একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৃর্য (২০)।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল জানান, গ্রেফতারকৃতরা রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকাতে ভাড়া থাকে। দীর্ঘদিন ধরে ভাড়া থেকে নারায়ণগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ এলাকাতে হোন্ডা চোরের সেন্ডিকেট গড়ে তুলে। তারা একের পর এক হোন্ডা চুরি করতে থাকে।
এই অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ১টি হোন্ডা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। হোন্ডাগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।