Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেসব কেন্দ্রে ভোট দিবেন সিলেটের মেয়র প্রার্থীরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ৮:১৩ পিএম | আপডেট : ৮:৫৮ পিএম, ২৯ জুলাই, ২০১৮

রাত পোহালেই সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন। ক্ষণ গণনার মধ্যে দিয়ে প্রত্যাশিত এ নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোটকেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে মেয়র প্রার্থীরা সবাই সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
এসময় সকল মেয়র প্রার্থীর সাথেই তাদের পরিবারের সদস্যরা ভোট প্রদান করবেন বলে সংশ্লিষ্ট প্রার্থীদের মিডিয়া সেল সূত্রে জানা যায়।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন প্রার্থী। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি আরিফুল হক চৌধুরী প্রার্থী (ধানের শীষ), সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), সচেতন নাগরিক সমাজের মনোনীত প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ) ও বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম (বাসগাড়ী)।

তবে নানা নাটকীয়তার পর শেষ মূহুর্তে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির সিলেট মহানগর বিএনপিসাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এদিকে ভোটাররা বলছেন, সিসিক নির্বাচনে মেয়র পদে সাত জন প্রার্থী হলেও মূল লড়াই হবে নৌকা প্রতীকে নির্বাচন করা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রার্থীদের সংশ্লিষ্টরা জানায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) সোমবার সকাল সাড়ে ৮টার সময় নগীরর ১৪নং ওয়ার্ডের কালীঘাটস্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) সকাল ৮টায় ভোট দেবেন নগরীর ১৮ নং রায়নগরস্থ রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা) সকাল ৮টায় ভোট দেবেন ২০নং ওয়ার্ডের শিবগঞ্জ সেনপাড়াস্থ নবীন চন্দ্র সরকারি প্রাথমিক কেন্দ্রে।
নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি) সকাল সাড়ে ৮টায় নগরীর ১নং ওয়ার্ডের চৌহাট্টাস্থ সিলেট সিটির সবচেয়ে বড় কেন্দ্র আলিয়া মাদ্রাসায় ভোট দেবেন।
এছাড়া সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর (মই) সকাল সাড়ে ৮টায় নগরীর ২২নং ওয়ার্ডের উপশরস্থ শাহজালাল উপশহর একাডেমী কেন্দ্রে ভোট দেবেন।
এদিকে সচেতন নাগরিক সমাজের মনোনীত প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ) সকাল ৮টায় নগরীর ২নং ওয়ার্ডের দাড়ীয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশন সিলেট আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ