বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খাদ্য রফতানির যোগ্যতা অর্জন করেছে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘কৃষকদের আর খাবারের জন্য কোনও চিন্তা করতে হয় না। দেশের উত্তর বঙ্গে এখন আর কোনও মঙ্গা হয় না। সারা দেশে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। দেশের মানুষের আর্থিক সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।’ গতকাল দুপুরে কেরানীগঞ্জের তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন,‘আগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি। কোনও সন্তান যদি তার জন্মের সঠিক ইতিহাস না জানে তাহলে সে কোনও দিন মেরুদÐ খাড়া করে দাঁড়াতে পারে না।’
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তির যেন কোনও অপব্যাবহার না হয় সেদিকে লক্ষ্য রেখে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিবেন। মুক্তিযুদ্ধের চেতনা যাতে নষ্ট না হয় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন।’ তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিরোধীদলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা মোহসীন মন্টু, জেলা ও দায়রা জজ মো. আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, শিক্ষা কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, আইকে শাহিন, ইস্পাহানী উচ্চ বিদ্যলয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম খান বারকু, নয়াবাজর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক ও কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।