Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোস্ট গার্ডের অভিযানে ২০ লাখ টাকার মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

চট্টগ্রামের বোয়ালখালী থেকে বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। গত বৃহস্পতিবার রাতে বোয়ালখালীর এফএমসি ডকইয়ার্ড এলাকা থেকে এ মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। গতকাল কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পূর্ব জোনের একটি দল এফএমসি ডকইয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩টি বস্তার ভেতর থেকে বাংলা মদগুলো উদ্ধার করে তারা।
এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মদ বোয়ালখালি থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ