রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেলের নির্বাচনী শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন ছেঁড়ায় স্থানীয় জাতীয় পার্টির একাংশ প্রতিবাদ সভা করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর প্লাজাস্থ রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা জাপা’র সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রেলওয়ে শ্রমিক পার্টি সৈয়দপুর শাখার সভাপতি আব্দুর রশীদ সরকার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর কমিটির যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, জাতীয় যুব সংহতি উপজেলা শাখার সাবেক সভাপতি সামসুদ্দিন অরুন প্রমুখ।
বক্তারা বলেন, নিশ্চিত পরাজয় জেনে বর্তমান এমপি শওকত চৌধুরী ঈর্ষান্বিত হয়ে আদেল এর ব্যানার ও ফেষ্টুন নষ্ট করেছে। তার নির্দেশেই সৈয়দপুর বাস টার্মিনাল হতে বিমানবন্দর সড়কে টাঙ্গানো প্রায় ৭০টি ফেষ্টুন ও ব্যানার বিনষ্ট করা হয়েছে। বক্তারা বলেন, ব্যানার ফেষ্টুন ছিঁড়ে আদেলকে রুখে দেওয়া সম্ভব নয়, আদেল সৈয়দপুর-কিশোরগঞ্জবাসীর মনে গেঁথে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।