মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রে সরকারি চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভরত হাজার হাজার মারাঠাকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর প্রায় ৪৫০ জন প্রতিবাদকারীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মহারাষ্ট্রের মোট ১১ কোটি জনসংখ্যার ৩০ শতাংশই মারাঠা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মতোই মারাঠারাও সরকারি চাকরি ও শিক্ষায় কোটা সুবিধার দাবি জানিয়ে আসছে। মুম্বাই পুলিশের মুখপাত্র দিপক দেবরাজ বলেন, অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের ঘটনায় আমরা এ পর্যন্ত ৪৪৭ জনকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। সোমবার থানে শহরে শুরু হওয়া বিক্ষোভটি রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় বাসে ও গাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও ট্রেনে পাথর নিক্ষেপ এবং দুটি গুরুত্বপূর্ণ রাস্তা ও রেলপথ অবরোধ করে রাখা হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।