Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৭ মাসের শিশুর মাথায়...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

স¤প্রতি এক জাপানি শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। স্রেফ চুলের জন্য সাত মাসের ওই শিশুটির ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ২০১৭ সালের ডিসেম্বরে বেবি চাঙ্কো নামের ওই শিশুটির জন্ম হয়। জন্মের সময়ই তার মাথায় ছিল ঝাকড়া কালো চুল। জন্মের সময় শিশুদের মাথায় এতো চুল থাকা প্রায় বিরলই বলতে হয়। গত মে মাসে চারমাসে পা রাখার পর তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঙ্কোর ছবি পোস্ট করা শুরু করেন। বেশ অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রচুর ভক্ত জুটিয়ে ফেলতে সক্ষম হয় চাঙ্কো। ইনস্টাগ্রামে এ পর্যন্ত চাঙ্কোর ৪৬টি ছবি পোস্ট করা হয়েছে। প্রতিটি ছবিই কমপক্ষে ১০ হাজার লাইক ও শতাধিক মন্তব্য পেয়েছে। সর্বশেষ গত ২৩ জুলাই তার একটি ছবি পোস্ট করা হয়, যেটিতে তাকে সেলুনে চুল কাটাতে দেখা যায়। ইতিমধ্যে তার ফলোয়ারের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ