মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স¤প্রতি এক জাপানি শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। স্রেফ চুলের জন্য সাত মাসের ওই শিশুটির ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ২০১৭ সালের ডিসেম্বরে বেবি চাঙ্কো নামের ওই শিশুটির জন্ম হয়। জন্মের সময়ই তার মাথায় ছিল ঝাকড়া কালো চুল। জন্মের সময় শিশুদের মাথায় এতো চুল থাকা প্রায় বিরলই বলতে হয়। গত মে মাসে চারমাসে পা রাখার পর তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঙ্কোর ছবি পোস্ট করা শুরু করেন। বেশ অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রচুর ভক্ত জুটিয়ে ফেলতে সক্ষম হয় চাঙ্কো। ইনস্টাগ্রামে এ পর্যন্ত চাঙ্কোর ৪৬টি ছবি পোস্ট করা হয়েছে। প্রতিটি ছবিই কমপক্ষে ১০ হাজার লাইক ও শতাধিক মন্তব্য পেয়েছে। সর্বশেষ গত ২৩ জুলাই তার একটি ছবি পোস্ট করা হয়, যেটিতে তাকে সেলুনে চুল কাটাতে দেখা যায়। ইতিমধ্যে তার ফলোয়ারের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।