Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ পর্যায়ে ডি এ তায়েব ও মাহি জুটির অন্ধকার জগৎ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বদিউল আলম খোকনের পরিচালনাধীন অন্ধকার জগৎ সিনেমার কাজ এখন শেষ পর্যায়ে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও মাহিয়া মাহি। তাদের দুজনের চারটি রোমান্টিক গান ছাড়া সিনেমার বাকি কাজ শেষ হয়েছে বলে জানান পরিচালক। তিনি বলেন, সিনেমাটির শূটিং প্রায় শেষ পর্যায়ে। এ সপ্তাহে গানের শূটিং করবো। গানগুলোতে পারফরম করবেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। এছাড়া একটি আইটেম গানের শূটিং কিছু দিনের মধ্যো এফডিসিতে করবো। এরই মধ্যে সিনেমার সম্পন্ন কাজের এডিটিং ডাবিং শেষ করেছি। কালার কারেকশনের কাজ এখন চলছে। গানের শূটিং করার সাথে সাথে গানের এডিটিংও করা হয়ে যাবে। আমার আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটি সব কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়ার চিন্ত করছি। তিনি বলেন, আমি যে গল্পটা চিন্তা করেছি তা ক্যামেরায় ধারণ করতে পেরেছি। ডি এ তায়েব ও মাহিসহ সবাই অনেক ভালো অভিনয় করেছেন। আমার মনে হয়, সিনেমাটির গল্প ও মেকিং দর্শক পছন্দ করবেন। দর্শক এর আগে আমার সিনেমা পছন্দ করেছেন। আশা করি, এবারও আমার এই সিনেমাটি পছন্দ করবেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন তায়েব-মাহি জুটি। ডি এ তায়েব বলেন, একটি ভাল সিনেমা তৈরি করতে যে ধরনের আয়োজন ও চেষ্টা থাকে তার কোনো কিছুর কমতি সিনেমাটিতে নেই। একটি অন্যরকম মৌলিক গল্পের সিনেমা দর্শক উপভোগ করতে পারবেন। তারা সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন। আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারবেন। উল্লেখ্য, এর আগে ডি এ তায়েবের ‘সোনা বন্ধু’ সিনেমাটি মুক্তি পায়। এতে তার নায়িকা ছিলেন পরীমণি ও পপি। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ