Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যায় গ্রেফতার ১

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াখোলা প্রামের মৃত আবদুল জলিলের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোবারক হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় মো. মাছুম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বরুড়া উপজেলার হরিপুর বাজার থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাছুম বরুড়ার আগানগর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক ইফতিয়ার উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. মাছুম হত্যাকাÐের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন সে ও তার সঙ্গীরা ডাকাতির উদ্দেশ্যে মোবারক হোসেনের ঘরের বারান্দার তালা কাটছিল। এ সময় তালা কাটার শব্দে মোবারক হোসেন টের পেয়ে দরজা খুলে বাইরে এসে টর্চের আলোয় তাদের চিনে ফেলায় তাকে গুলি করে হত্যা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ