Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নগরীর স্টেশন রোড থেকে গতকাল (বুধবার) পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, একদল ছিনতাইকারী হোটেল ম্যানিলার পেছনে ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে এ পাঁচজনকে পাকড়াও করে। এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো- নয়ন (২৫), জামাল ওরফে জাম্বু (৩২), মোঃ সুমন (২১), আল ইসলাম (৩৫) ও মোঃ আব্দুল ওরফে কালু (১৮)। তাদের কাছ থেকে ৪টি ছোরা উদ্ধার করা হয়।
স্টেশন রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ঝাপটাবাজির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। তাদের মধ্যে নয়নের বিরুদ্ধে দুইটি, জাম্বুর বিরুদ্ধে ৪টি, সুমনের বিরুদ্ধে ৫টি ও কালুর বিরুদ্ধে ২টি ছিনতাইয়ের মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ