Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

সিজেকেএস ও সিডিএফএ ব্যবস্থাপনায় বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ আজ থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। উদ্বোধনী খেলায় সিএমপি ফুটবল দল সিটি ক্লাবের বিরুদ্ধে খেলবে। লিগের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এবারের লিগে ১০টি দল অংশগ্রহণ করছে। প্রথমে গ্রæপ লিগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। দুই গ্রæপের সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দু’টি দল করে চারটি দল সুপার ফোর পর্বে সরাসরি লিগ পদ্ধতিতে খেলবে। এ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম পর্বে ২০টি এবং সুপার ফোর পর্বে ছয়টিসহ মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোতে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে স্পন্সর হয়ে আসছিল বনফুল। তারই ধারাবাহিকতায় এবারো স্পন্সর করছে এ প্রতিষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ