Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন বিতর্কিত হলে পার্লামেন্টের উপর তার প্রভাব পড়বে-বিলাওয়াল

দি এক্সপ্রেস ট্রিবিউন : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে নির্বাচন বিতর্কিত হলে পার্লামেন্টের উপর তার প্রভাব পড়বে।
তিনি বলেন, আমি বার বার আপত্তি জানিয়েছি। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোও সন্দেহ প্রকাশ করেছে। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হওয়া উচিত হবে না।
কে বা কারা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে জিজ্ঞেস করা হলে বিলাওয়াল সে প্রশ্নের জবাব এড়িয়ে যান। তিনি বলেন, আমি বর্তমানে নির্বাচন প্রচারণার উপর গুরুত্ব আরোপ করেছি। আর মাত্র দু’দিন আছে। তিনি বলেন, দীর্ঘ মেয়াদে রাজনৈতিক শক্তিকে নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ দেয়ার বিষয়টির ফয়সালা করতে হবে।
বিলাওয়াল বলেন, আমি আগেও বলেছি ও এখনো বলছি যে পিপিপি বিশ্বাস করে যে একনায়কতন্ত্রের পরিবর্তে দুর্বল গণতন্ত্রও ভালো।
বিলাওয়াল দুঃখপ্রকাশ করে বলেন, তাকে বেলুচিস্তানের নাসিরাবাদে নির্ধারিত জনসভা করতে দেয়া হয়নি, এমনকি এ জেলায় সফর করতেও দেয়া হয়নি। এটা দুঃখজনক যে এই নির্বাচনী প্রচারণায় জাতীয় নেতৃবৃন্দ সেখানে যেতে পারেননি। এটা দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, পাঞ্জাবে তার নির্বাচনী প্রচারণা মিডিয়ার সৃষ্ট ধারণা ভেঙে দিয়েছে যে তার পার্টি এ প্রদেশে জনসমর্থন হারিয়েছে। তিনি মনে করেন যে বিশেষ করে পাঞ্জাবের তরুণরা প্রগতিশীল ও গণতান্ত্রিক নেতৃত্বের জন্য আগ্রহী।
বিলাওয়াল বলেন, আমি একদি বা একটি নির্বাচনের জন্য লড়ছি না, এটা দীর্ঘমেয়াদী লড়াই।
তিনি সেহওয়ান ও দাদুতে দলের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। বিলাওয়াল জনগণকে সংখ্যাগরিষ্ঠছ ভোটে পিপিপিকে জয়ী করার আহবান জানান যাতে পিপিপির জন্য কাজ করা সহজ হয়। তিনি বলেন, পিপিপির লড়াই কোনো রাজনৈতিক দলের বা রাজনীতিকের বিরুদ্ধে নয়। এ লড়াই বঞ্চনা, দারিদ্রের বিরুদ্ধে ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে।
তিনি বলেন,তার নানা জুলফিকার আলি ভুট্টো ও তার মা বেনজির ভুট্টো জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। আমি শহীদ বেনজির ভুট্টোর অসমাপ্ত মিশন সমাপ্ত ও পাকিস্তানকে রক্ষার তার ওয়াদা পূর্ণ করার জন্য রাজনীতি শুরু করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ