পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচনের দিন যত কাছে ভিড়ছে, ততই প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের চাপে রাখতে নানামুখী কৌশল শুরু হয়েছে। দৃশ্যত ঘটনা গুলো নির্বাচনী পরিবেশ বিরোধী হলেও নৈপথ্যেতা নিয়ে নগরবাসির মাঝে কৌতুহলের শেষ নেই। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের পোস্টার ছিড়ে ফেলার পর এবার নগরীর টুলটিকর এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে, নগরবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন আফরোজা আব্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা ও মহানগর আয়োজিত কর্মী সমাবেশ নগরীর শাহী ঈদগাহ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ২০ দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সিলেট ও নগরবাসীর প্রতি আহবান জানান তিনি। মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন গোলাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. শাখাওয়াত হোসেন জীবন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সামিয়া বেগম চৌধুরী, এড. জহুরা ইয়াসমিন, মিনারা বেগম, আমিনা বেগম রুমি, সুফিয়া জমির ডেইজী প্রমুখ।
এদিকে, গতকাল ভোরে বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত কামরানের নির্বাচনী কার্যালয়টিতে আগুন লাাগর ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আগুন নেভাতে সক্ষম হলেও নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট, পর্দাসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে শেষ পর্যন্ত যদি মামলা হয়, এর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানী করা হতে পারে বলে আশংকা প্রকাশ করছেন স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু। তিনি গতকাল নগরীর পাঠানটুলা, শ্রাবণী, আল আমীন রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আরিফের গণসংযোগ:
ধানের শীষের সমর্থনে সম্মিলিত ব্যবসায়ী ফোরামের গণসংযোগে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, ব্যবসায়ীদের সমস্যাকে দূর করার জন্য আরিফুল হক চৌধুরীর ভূমিকা অসাধারণ। সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারের স্বার্থেই আরিফুল হক চৌধুরীকে পুনরায় মেয়র পদে বিজয়ী করার আহবান জানান ব্যবসায়ি নেতৃবৃন্দ।
গতকাল নগরীর আম্বরখানা বাজার, রংমহল টাওয়ার, পৌর বিপণী মার্কেট, হকার্স মার্কেট, সিটি সুপার মার্কেট এবং কুদরত উল্লাহসহ মহাজনপট্টি, কালিঘাট এবং লালদিঘীরপাগ এলাকায় ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে সম্মিলিত ব্যবসায়ী ফোরামের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া, আম্বরখানা আবাসিক এলাকায় মণিপুরী স¤প্রদায় এবং কলোনীতে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে গণসংযোগকালে অংশ নেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ শাম্মী আখতার শিপা, সাবেক সাংসদ রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ ইয়াসমিন আরা হক, সাবেক সাংসদ ও নির্বাহী সদস্য নেওয়াজ হালিমা আলীসহ বিএনপি এবং ২০ দলীয় জোট এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাতপাখার প্রচারনায় ইশা কেন্দ্রিয় সহ-সভাপতি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের সমর্থনে গতকাল নগরীর ১৯ নং ওয়ার্ডে দপ্তরী পাড়া,দর্জিপাড়া,রায়নগর এলাকায় গণসংযোগে অংশ নেন শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল, ইসলাম। এসময় তিনি বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে হাতপাখার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আহমদ মনসুর, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, নগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ,জেলা সহসভাপতি ফয়জুল হাসান, সলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।