Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেরি ভাবি হ্যায় পাগলে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম


দেব (রজনীশ দুগ্গাল) টেলিভিশন সিরিয়ালের একজন সহকারী পরিচালক। আশা চলচ্চিত্র পরিচালক হবে। সে তার চিত্রনাট্য নিয়ে সুপারস্টার রাজ চোপড়ার (ক্রুশনা অভিষেক) সঙ্গে দেখা করে। রাজ চলচ্চিত্রটিতে অভিনয় আর প্রযোজনা করতে রাজি হয়। রাজের প্রেমিকা রাগনী (নাজিয়া হুসেন) অডিশন দিয়ে নায়িকা হিসেবে নির্বাচিত হয়। গোয়াতে শুটিং শুরু হয়। দেব যখন ফিল।মটি শেষ করার জন্য ব্যস্ত রাজ তখন রাগনীকেই বেশী সময় দিয়ে যাচ্ছে। একটু দৃশ্যে রাজ রাগনীকে গুণ।ডাদের হাত থেকে বাঁচাবে এমন অবস্থায় পুলিশ এসে উপস্থিত হয় এবং ইউনিটের সবাইকে গ্রেপ্তার করে। রা জানায় মুম্বাইয়ের ডন আররু ভাই (মুকুল দেব) তাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। রাজ কল পেয়ে আররু তার স্ত্রীকে (দীপশিখা নাগপাল) মিথ্যা বলে গোয়া যায়। সবাইকে থানা থেকে ছাড়ায় কিন্তু রাগনীর প্রতি সে আকৃষ্ট হয়। তিনজন মানুষের মনোযোগের কেন্দ্রে রাগনী। এদিকে আররুর স্ত্রীও জেনে যায় তাকে মিথ্যা বলা হয়েছে। সে নিজেই গোয়া চলে আসে।
বলিউড শীর্ষ পাঁচ
১ সঞ্জু
২ সুরমা
৩ রেইস থ্রি
৪ বিরে দি ওয়েডিং
৫ তেরি ভাবি হ্যায় পাগলে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ