Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে এক পাগলের লাশ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৮:১২ পিএম
কাপাসিয়া থানা পুলিশ ২১ মার্চ,  শনিবার সকালে উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন শীতল লক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় রাসেল নামে এক পাগলের লাশ উদ্ধার করেছে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার এস আই মো. রাসেল মিয়া জানান, গত ১৯ মার্চ দুপুরে লতিফপুর এলাকায় শীতললক্ষ্যা নদীতে নেমে সাতরিয়ে বাঘিয়া যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে ওই দিন গাজীপুর থেকে ফায়ার সাভিসের ডুবুরি দল নদীতে তল্লাসি চালিয়ে তাকে উদ্ধার করতে  ব্যর্থ হয়। আজ শনিবার সকালে এলাকাবাসী নারায়পুর বাজারের সংলগ্ন শীতললক্ষ্যা নদীতে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে তার আত্বীয়দের কাছে তুলে দেয়।
এলাকাবাসী জানান, রাসেল দীর্ঘ দিন ধরে মানসিক রুগী।  তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হলে ও তার অবস্থার  উন্নতি  হয়নি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাগলের লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ