রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোম্পানীগঞ্জের বামনী ডিগ্রী কলেজ এবার এইচএসসি পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ, বামনী ডিগ্রী কলেজ, চৌধুরীহাট ডিগ্রী কলেজ, হাজারীহাট বিএম কলেজ ও জৈতুন নাহার কাদের মহিলা কলেজের মধ্যে বামনী ডিগ্রী কলেজ এবারও শীর্ষস্থান অর্জন করেছে। এ কলেজে এইচএসসি পরীক্ষায় ২৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ২৪৫ জন শিক্ষার্থী পাস করেন। পাশের হার শতকরা ৯০.৭৪। পুরো কোম্পানীগঞ্জের মধ্যে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মাহিদুল হাসান বামনী ডিগ্রী কলেজের ছাত্র।
গত বছরও কোম্পানীগঞ্জ শীর্ষস্থান অর্জন করে বামনী ডিগ্রী কলেজ। বর্তমানে এ কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১ হাজার। বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন গতকাল দুপুর ১২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বামনী কলেজকে ডিগ্রী পর্যায়ে এমপিওভুক্ত ও সরকারি করণের দাবি জানান। তিনি আরও জানান, গত বছর সড়ক ও সেতুমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এলাকাবাসী এ কলেজটিকে জাতীয়করণের দাবি করলে মন্ত্রী মহোদয় বিধি মোতাবেক দেখবেন বলেন আমাদেরকে আশ্বস্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।