Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউবার নতুন সংবিধানে সমাজতন্ত্র নির্মাণই লক্ষ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

কিউবার নতুন সংবিধানের খসড়ায় সাম্যবাদ নির্মাণের লক্ষ্য বাদ দিয়ে ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি ও সমকামী বিবাহের দ্বার উন্মোচনের প্রস্তাব করা হয়েছে। বদলে যাওয়া সময়ের কথা বিবেচনায় নিয়ে সমাজতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত দেশটির সংবিধানে এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চূড়ান্ত লক্ষ্য ও শাসনতান্ত্রিক কাঠামোর সামান্য পরিবর্তনের প্রস্তাব করা হলেও খসড়ায় কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন একদলীয় ব্যবস্থা বজায় রাখার কথাই বলা হয়েছে। সোভিয়েত আমলের সংবিধানের পরিবর্তন করে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে মানানসই সমাজতন্ত্র এবং নতুন ধ্যানধারণার সন্নিবেশ ঘটাতে চলতি সপ্তাহে কিউবার জাতীয় পরিষদে খসড়া এ প্রস্তাবনা নিয়ে আলোচনা ও বিতর্ক চলবে। পরিষদ অনুমোদন করার পর খসড়াটির বিষয়ে জনগণের মতামত চাওয়া হবে। কোনো সংযোজন বা বিয়োজন প্রয়োজন হলে সেগুলো সম্পন্ন করার পর চূড়ান্ত প্রস্তাবনাটি গণভোটে যাবে। রয়টার্স বলছে, কিউবার ১৯৭৬ সালের সংবিধানে চূড়ান্ত লক্ষ্য হিসেবে ‘সাম্যবাদী সমাজ নির্মাণে’র যে ধারাটি রাখা হয়েছিল প্রস্তাবিত খসড়ায় সেটি বাদ দিয়ে কেবল সমাজতন্ত্রের ওপর মনোযোগ নিবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। “এর অর্থ এই নয় যে আমরা আমাদের আদর্শ পরিত্যাগ করছি। আমরা একটি সমাজতান্ত্রিক, সার্বভৌম, স্বাধীন, সমৃদ্ধ ও টেকসই দেশে বিশ্বাস করি,” কিউবার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট এস্তেবান লাজো নতুন সংবিধানের খসড়া নিয়ে এমনটাই বলেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে কিউবায় খানিকটা ভিন্ন যুগ চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। খসড়ায় ব্যক্তিগত সম্পত্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে নতুন সংবিধান প্রণয়নের লক্ষে জড়ো হওয়া সাংসদদের উদ্দেশ্যে শনিবার বলেছেন দেশটির কাউন্সিল অব স্টেটের সেক্রেটারি হোমেরা অ্যাকোস্তা। পুঁজিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলো। এ পরিবর্তনের ফলে দেশটিতে বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ব্যবসা ও বিদেশি বিনিয়োগ বিকশিত হবে বলে ধারণা পর্যবেক্ষকদের। কিউবার এখনকার সংবিধানে কেবল রাষ্ট্রীয়, সমবায়, কৃষি, ব্যক্তিগত ও যৌথ উদ্যোগের সম্পত্তির স্বীকৃতি আছে। ছয় দশক ধরে কাস্ত্রো ভ্রাতৃদ্বয়ের পরিচালনায় চলা কিউবার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ও যৌথ নেতৃত্বের কাঠামোকে আরও শক্তিশালী করার ওপরও খসড়ায় জোর দেওয়া হয়েছে। ৮৬ বছর বয়সী রাউল চলতি বছরের এপ্রিলে ভাবশিষ্য ৫৮ বছর বয়সী মিগেল দিয়াজ-কানেলের ওপর প্রেসিডেন্টের দায়িত্বভার হস্তান্তর করেছিলেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিউবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ