মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের নির্বাচনী ঘোষণাপত্রে যে প্রতিশ্রæতি দেয়া হয়েছে তা কেবল ‘প্রতিশ্রæতির জন্যই প্রতিশ্রæতি’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। পার্লামেন্টের নিম্ন কক্ষের নতুন স্পিকার হিসেবে সাবেক বিচারপতি মোহাম্মদ আরিফ মো. ইউসুফকে মনোনীত করার পিএইচর সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সম্মতির বিষয়টিকে দৃশ্যত তিনি ইঙ্গিত করেন। পিএইচর নির্বাচনী ঘোষণাপত্রে প্রতিশ্রæতি দেয়া হয়েছিল যে এমপিদের মধ্যে থেকে স্পিকার এমপিদের মনোনীত করা হবে। স¤প্রতি একটি ফেসবুক পোস্টে নাজিব বলেন, ‘জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলগুলোর উচিৎ নয় এবং ন্যায়বিচার নয়।’ তিনি আরো বলেন, ‘সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা উচিৎ নয় এবং আগামী ৫ বছরে পিএইচ সরকার যে ধরনের অজুহাত পেশ করবে, তা সহজেই আমাদের গ্রহণ করতে হবে।’ পার্লামেন্টের বাইরে থেকে এই নিয়োগে প্রশ্ন ওঠায় মাহাথির বলেছিলেন, ‘দয়া করে সবার মনে রাখা উচিৎ যে নির্বাচনী ঘোষণাপত্র কোনো বাইবেল নয়। এটি একটি নির্দেশনা মাত্র। কখনো কখনো আমরা তা অনুসরণ করতে পারি, আবার কখনো কখনো তা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের বাস্তবিক হতে হবে।’ নাজিব বলেন, ‘আমরা আমাদের বিএন (বারাশান ন্যাশনাল) মেনিফেস্টো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেছিলাম। আমরা অনেক রাউন্ডে এটি পুনর্বিবেচনা করেছি কারণ আমি প্রতিটি প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে চেয়েছি।’ ফ্রিমালয়েশিয়া টুডে ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।