পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইউএস সেন্টকমের কমান্ডার জেনারেল যোসেফ ভোটেল বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সহযোগিতা এখনো অতি গুরুত্বপূর্ণ। ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদরদফতরে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণ এশিয়া কৌশল নিয়ে প্রতিরক্ষা দফতরের মিডিয়া ব্রিফিংকালে ওই সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, দক্ষিণ এশিয়া কৌশল এবং আফগানিস্তানে স্থায়ী রাজনৈতিক নিষ্পত্তির সার্বিক লক্ষ্য অর্জনের জন্য পাকিস্তানের সহযোগিতা এখনো অতি গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে আরো কিছু করতে বলার মার্কিন প্রশাসনের অবস্থানের কথা আবারো জানিয়ে ভোটেল বলেন, পাকিস্তান যে ভূমিকা পালন করার ইঙ্গিত দিয়েছে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করার জন্য আমরা পাকিস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব। তিনি বলেন, আফগানিস্তানে আরো অনেক কিছু করার অবকাশ থাকলেও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুক্তরাষ্ট্র বাহিনী যে অগ্রগতি হাসিল করেছে, তাতে দেখা যায়, ওই অঞ্চল-সংশ্লিষ্ট কৌশলটি কাজ করছে। ভোটেল আরো বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী উন্নতি করছে। তবে তালেবান ও ইসলামিক স্টেটের যোদ্ধাদের সাথে লড়াই করতে তাকে আরো সময় দিতে হবে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর জন্য আন্তর্জাতিক সমর্থন প্রশ্নে জেনারেল ভোটেল বলেন, সা¤প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলনে ২০২৪ পর্যন্ত আফগান নিরাপত্তা বাহিনীতে বর্ধিত তহবিল দিতে আন্তর্জাতিক অংশীদারেরা একমত হয়েছে। তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর ফলে প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া কৌশল বাস্তবায়ন করতে সময় ও সম্পদ উভয়টিই পাব। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক ২০১৮ সালে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে। ট্রাম্প অভিযোগ করেন, পাকিস্তান ‘মিথ্যা আর প্রতারণা’ ছাড়া আর কিছুই করেনি, তারা আফগানিস্তানের সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে। চলতি মাসের প্রথম দিকে মার্কিন পররাষ্ট্র দফতরের দূত অ্যালিস ওয়েলস পাকিস্তান সফর করে দেশটির বেসামরিক ও সামরিক নেতাদের সাথে আফগান শান্তি-প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।