Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রিয়তা প্রমাণের জন্য প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দেবেন -মওদুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ৪:০৬ পিএম

জনপ্রিয়তা প্রমাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের ঘোষণা দেবেন। আজ শনিবার শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে অনেক লোকের সমাগমের মধ্য দিয়ে প্রমাণ হবে তিনি এবং তার দল অনেক জনপ্রিয়। আর তাই আমরা আশা করব, প্রধানমন্ত্রী এই জনপ্রিয়তা প্রমাণের জন্য আজকের গণসংবর্ধনা থেকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেবেন।
পাশাপাশি বিএনপিকে একইভাবে সমাবেশ করতে দেয়ার দাবি জানিয়ে মওদুদ আরো বলেন, সরকারি খরচে বিশাল গণসংবর্ধনার আয়োজন সম্পন্ন করা হয়েছে। তবে তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদেরকেও একইভাবে সমাবেশ করতে দিতে হবে।।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ