Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে বাস ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকেছে বাস মালিকরা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১:৩৫ পিএম

কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে ৪টি যাত্রীবাহী বাস ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্ট পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। আজ ভোর সাড়ে ছয়টায় রহস্যজনকভাব এ ঘটনা ঘটে। 

এর মধ্যে রয়েছে ৩টি এস আলম ও একটি সৌদিয়া পরিবহনের এসি বাস। বাস বাঙচুর
অগ্নিসংযোগের চেষ্টাকালে মোঃ জাহিদ (৪২) ও অপর এজনকে আটক করে পলিশ।
আটক দুষ্কৃতিকারী জাহিদ লালদীঘি পূর্বপাড়ের এম. রহমান সিটি সেন্টারের মালিক মরহুম মুফিজুর রহমান কন্ট্রাক্টর এর ছেলে। সে পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে ক্ষতিগ্রস্ত বাস মালিকরা।
নাশকতামূলক এ ঘটনার পেছনে কোন রহস্য লোকায়িত আছে কিনা তা তদন্ত করার দাবী জানিয়েছে মালিকপক্ষ।
ক্ষতিগ্রস্ত বাস সৌদিয়া পরিবহনের ইনচার্জ নিরুপম ও এস আলমে মুহাম্মদ আলম
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা বলেন, সকালে ১ জন লোক এসে গাড়ি ভাঙচুর শুরু করে। এরপর অগ্নিসংযোগ করতে গেলে হাতেনাতে পুলিশ তাকে আটক করে। এসময় গুলাগুলির ঘটনাও ঘটে।
ঘটনায় একজনই জড়িত। তবে, কেন এমন ঘটনা করা হলো? তা জানা যায়নি। আটক ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানাগেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারের বক্তব্য জানতে চেষ্টা করে পাওয়া যায়নি। কল করলে রিসিভ করেননি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ