Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

আসছে শরতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স এক টুইটের মাধ্যমে জানান, ওই সফরের বিষয়ে আলোচনা চলছে। এর আগে ট্রাম্পকে পুতিন জানায় যে, মার্কিন জনগণকে প্রশ্ন করতে চায় রাশিয়া। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। ট্রাম্পের প্রেস সচিবের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রসঙ্গত, নানা জল্পনা-কল্পনা, সমালোচনা আর বিরোধিতার মুখেও গত ১৬ জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন হেলসিংকিতে পৌঁছান নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। তবে বৈঠকস্থলে ট্রাম্পের আগেই পৌঁছে যান তিনি। স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে। এবার শোনা গেল পুতিনকে আমন্ত্রণের ব্যাপারে। তবে রাশিয়ার পক্ষ থেকে দ্বিতীয় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে এখনও কিছু বলা হয়নি। হেলসিংকির ওই বৈঠককে ঘিরে বিতর্কের ঝড় ওঠে কারণ ট্রাম্প বৈঠকের পরে নিজের বক্তব্য থেকে পিছু হটেন। তবে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, তাদের বৈঠক খুবই সফল হয়েছে এবং তিনি দ্বিতীয় বৈঠকের জন্য অপেক্ষা করছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন্ত্রণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ