প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রোহিঙ্গাদের নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জন্মভূমি। এটি নির্মাণ করছেন প্রসূন রহমান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা রওনক হাসান। নায়িকা হিসেবে আছেন মডেল সায়রা জাহান। রোহিঙ্গা পরিবারগুলোর অস্তিত্ব সংকট নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। এর গল্পে রওনক ও সায়রা দুজনই রোহিঙ্গা। তবে রওনক ১০ বছর আগে বাংলাদেশে এসেছেন। তাই এবারের শরণার্থীরা বাংলাদেশে আসার পর থেকে তিনি নতুন রোহিঙ্গা ক্যা¤েপ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। যেখানে তার পরিচয় হয় তরুণী শরণার্থী সায়রার সঙ্গে। রওনক হাসান বলেন, প্রত্যেক মানুষেরই তার জন্মভ‚মিতে বাঁচা ও মৃত্যুর অধিকার আছে। তা সে যে দেশেরই শরণার্থী হোক। এই চলচ্চিত্রটি রোহিঙ্গাদের শরণার্থী জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সমগ্র পৃথিবীর জন্যই এ সিনেমাটি প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে যে শরণার্থী সমস্যা তারই একটা রূপ উঠে আসবে। এখানে প্রেম আছে, দেশপ্রেম আছে, আছে মানবিকতাও। তিনি বলেন, শূটিংয়ে অভিজ্ঞতা ছিল অন্যরকম। এটা অনেক কষ্টের কাজও ছিল আমাদের জন্য। গত সপ্তাহে কক্সবাজারের উখিয়া ক্যা¤েপ এর কাজ চলেছে। এছাড়া বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে নাফ নদীতে। যে পথ দিয়ে শরণার্থীরা উখিয়ায় ঢুকেছে। শিঘ্রই সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। আগামী আগস্ট মাসের শেষ দিকে মুক্তি দেয়া হতে পারে। কারণ, গত বছরের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা শরণার্থীরা দলে দলে বাংলাদেশে প্রবেশ শুরু করে। সিনেমাটি নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।