Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। গত বৃহ¯পতিবার সকালে এরশাদের বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে তার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এরশাদ বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে তার দল ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। শাফিন আহমেদদের মতো প্রতিশ্রæতিশীল মানুষেরা এসে তার দলকে আরও সমৃদ্ধ করছেন বলেও মন্তব্য করেন তিনি। সাবেক এই প্রেসিডেন্ট জানান, আগামী নির্বাচনে বিএনপি এলে এক ধরনের পরিকল্পনা করা হবে। আর না এলে ভিন্ন পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে জাপা। যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ ফেব্রæয়ারি হঠাৎ করেই ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দিয়ে আলোচনায় আসেন শাফিন আহমেদ। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে তাকে মনোনয়ন দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পার্টি

১৭ ডিসেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ