পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নারীদের ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, নারীরা আজ সকল ক্ষেত্রে সবার সাথে সমানতালে চ্যালেঞ্জ নিয়ে কর্ম ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের প্রতি অবহেলা আর নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে উইমেন জার্নালিষ্টস নেটওয়ার্ক ও নারী উন্নয়ন শক্তি (নাস) এর যৌথ উদ্যোগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন নারীদেরকে প্রতিবাদ করতে শিখতে হবে। একজনকে নারীকে নির্যাতন করলে আমরা দাঁড়িয়ে দেখি এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রতিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ পদে নারীদের পদচারণা রয়েছে। আমরা দেখতে পাই আমাদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার সবাই আজ নারী। তাই নারীদের অবহেলা করার সুযোগ নেই। এসময় নারীদের নিয়ে গত এক বছরে সেরা রিপোর্ট প্রকাশ করায় ৩ জন প্রিন্ট ও ৩ জন ইলেকট্রনিক সাংবাদিককে পুরস্কৃত করা হয়। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এডিটর আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।