Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যান্ড শিল্পী শাফিন এবার এরশাদের জাপায়

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের পুত্র জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসায় তাঁর হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন। শাফিন আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শিল্পী শাফিন আহমেদ এর আগে গত বছরের ফেব্রæয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এ যোগ দিয়েছিলেন শাফিন। সেই দলের হয়ে স্থগিত হয়ে যাওয়া সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচনও করেছিলেন তিনি। এখন জার্সি বদল করে এরশাদের দলে যোগদান করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ