বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক দিনে সদর উপজেলায় ১লাখ ২০ হাজার গাছ রোপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক আব্দুল ওহাব সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছ রোপন করে কর্মসুচির উদ্ভোধন করেন। পরে সদর উপজেলার ৪০৬ বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষক ও ৯০ হাজার শিক্ষার্থীকে একটি করে গাছ প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় সর্বমোট ১লাখ ২০ হাজার গাছ রোপন করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে আমরা এ কর্মসুচি গ্রহন করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।