রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের কর্মী ও সমর্থকেরা উপজেলার সাবরাং ইউনিয়নে কলাগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ এবং হ্নীলায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। গতকাল শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, দুই ইউনিয়নে পৃথকভাবে কয়েকটি স্পটে কলাগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ ও সড়ক অবরোধ করে ওইসব এলাকার জনতা। সেইসঙ্গে বিভিন্ন স্থানে সময়-অসময়ে মানুষের পাশে থাকায় দলের ত্যাগী নেতা দাবি করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্নীলায় মাহবুব মোর্শেদ ও সাবরাংয়ের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেনকে পূনরায় মনোনয়ন বিবেচনার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে নেতাকর্মীরা। জানা গেছে, সর্বশেষ গতকাল শুক্রবার ঘোষিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে হ্নীলায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ কে আনোয়ার ও সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলীকে মনোনয়ন দেয়। এতে মনোনয়ন বঞ্চিত হন সাবরাং থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, হ্নীলা ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ। এ খবরে সাবরাং ও হ্নীলায় দলের সমর্থক ও নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।