Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় প্রকৃতি সুরক্ষা ও নির্মল পরিবেশ তৈরিতে নিমগাছ রোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া থেকে

প্রকৃতি সুরক্ষা ও নির্মল পরিবেশ তৈরী এবং সমাজের সকল পর্যায়ে পরিবেশ সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ব্যাপকভাবে নিমগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়ভিত্তিক এনজিও সংস্থা টিএমএসএস। কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে সংস্থার পরিচালিত অফিসের চত্বরে ঝুল বারান্দায়, করিডোরে, ছাদে এবং ব্যালকনিতে এবং টবে লাগানো হয়েছে শত শত নিমের চারা। ইতোমধ্যেই এনজিও সংস্থাটির আওতায় বগুড়ায় পরিচালিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বেসরকারি নার্সিং ইন্সটিটিউট, পলিটেকনিক ইন্সটিটিউট, মূল ফাউন্ডেশন অফিসসহ অর্ধশতাধিক অফিসে ইতোমধ্যেই কয়েক হাজার নিমের চারা মাটিতে ও টবে লাগানো হয়েছে। সারাদেশেই এই সংস্থাটির রয়েছে হাজারেরও বেশি শাখা অফিস। ওই শাখা অফিসগুলোতে নিম চারা রোপণ ছাড়াও সংস্থার প্রত্যেক কর্মীকেও কমপক্ষে ৫টি করে নিম চারা টাকার বিনিময়ে কিনে তা’ নিজ নিজ বাড়িতে বা অন্য কোন সুবিধাজনক স্থানে রোপণের নির্দেশিকা ও দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি নিম চারার দাম ধরা হয়েছে ৭ টাকা। টিএমএসএসের একটি নার্সারিতে প্রায় ১ কোটি নিমের চারা উৎপাদন করা হয়েছে বলে জানা গেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পরিবেশ উন্নয়নে অশোকা ফেলোশিপপ্রাপ্ত অধ্যাপিক ড. হোসনে আরা বেগম এ প্রসঙ্গে ইনকিলাবকে বলেন, নির্মল পরিবেশ ও নির্মল বাতাসের জন্য নিম হচ্ছে সবচেয়ে আদর্শ বৃক্ষ। বিভিন্ন হারবাল ওষুুধ ও প্রসাধনী তৈরীতে নিমের ফল, পাতা ও বাকলের চাহিদা ব্যাপক। দিন দিন আন্তর্জাতিকভাবে এর চাহিদা বেড়েই চলেছে। ঔষধি মার্কেটে এর চাহিদা ব্যাপক। নিম বৃক্ষের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্যই টিএমএসএস ব্যাপক ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। নিমের ছায়া ঘেরা পরিবেশ তৈরীর প্রতি সর্বস্তরে সমর্থন সৃষ্টি হলে তা দেশের মানুষের সুস্বাস্থ্য বিকাশে বিরাট ভূমিকা রাখবে বলে তাঁর দৃঢ় প্রতীতী রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় প্রকৃতি সুরক্ষা ও নির্মল পরিবেশ তৈরিতে নিমগাছ রোপণ কর্মসূচি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ