পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ‘কোনো কারণ নেই’ বলার দুদিনের মধ্যেই নিজের অবস্থান পাল্টে ওই হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ব্যক্তিগতভাবে দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনল্যান্ডের হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্তে বৈঠকের পর দেশে ফিরে সিবিএস নিউজকে তিনি এমনটাই বলেছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। “দেশে যা ঘটছে তার জন্য আমি যেমন নিজেকে দায়ী মনে করি, তেমনি একটি দেশের নেতা হিসেবে আপনি তাকেও দায়ী করবেন, অবশ্যই,” সাক্ষাৎকারে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, সম্প্রতি পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার সমালোচনা না করে উল্টো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করে গোটা বিশ্বকে বিস্মিত করেছিলেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচন নিয়ে ‘রাশিয়ার মাথা ঘামানোর কোনো কারণ নেই’ বলে মন্তব্য করেছিলেন। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা না রাশিয়ার প্রেসিডেন্ট, কাকে বিশ্বাস করছেন তিনি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, “রাশিয়ার এটি করার কোনো কারণ আমি দেখছি না। রাশিয়া এটি করেনি বলে জোরালভাবেই জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।” রুশ প্রেসিডেন্টকে বিশ্বাস না করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে এফবিআইর পরিচালক ক্রিস্টোফার বলেছেন, নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার অভিমত হচ্ছে রাশিয়া ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে অনাধিকার চর্চা করেছে। এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি ভøাদিমির পুতিন অস্বীকার করা সত্তে¡ও তিনি আবারও এমন মন্তব্য করলেন। হেলসিঙ্কিতে বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে ট্রাম্পের কাছে পুতিনের অস্বীকার করার ব্যাপারে জানতে চাইলে রে বলেন, তিনি তার অবস্থান থেকে তার অভিমত ব্যক্ত করেছেন। রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।