Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ৩৭

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১১:৩০ এএম

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-২। সেখান থেকে মাদকসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত এ অভিযান চলে। র‍্যাব সূত্র জানায়, দুই ঘণ্টার অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এঁদের কাছে বেশ কিছু ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। তাঁদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।

দুই নারীর মধ্যে একজন নাগিনা। তিনি জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাচুর স্ত্রী। গত ৮ জুন পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে জয়নাল ও তাঁর আরেক স্ত্রী ফারহানা আক্তার ওরফে পাপিয়াকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন টিম।

গত দুই মাসে জেনেভা ক্যাম্পে কয়েক দফায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকবিরোধী অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ