Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি

জাবি সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:২৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গভর্নেন্স এ্যান্ড পাবলিক সারভিস ডেলিভারি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় তিনি বিভাগীয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত এক যুগে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ সরকারি ও বেসরকারি পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। লোক প্রশাসন বিভাগ শিক্ষার্থীদের সুশাসন প্রতিষ্ঠায় নানা কৌশল পদ্ধতি শেখায়। উপাচার্য সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধাচারের কৌশল প্রচলনের আহবান জানান।
তিনি বলেন, সব প্রতিষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদনা ও মূল্যায়ন রীতি চালু করা উচিত। এতে লক্ষ্য অর্জনে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, সেমিনারের আহবায়ক ড. নুরুল আমিন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ড. জেবউননেছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ