বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর আগ্রাবাদে ৩০ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপনে সিটি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল (বুধবার) নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন বøু’তে মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চবি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী, হাইটেক পার্ক প্রকল্প পরিচালক আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এটি হবে চট্টগ্রামে প্রথম সর্বাধুনিক হাইটেক পার্ক। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমান ৫ তলা বিশিষ্ট সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটকে ১১ তলায় উন্নীত করে সেখানে আইটি পার্ক নির্মাণ করা হবে জানিয়ে মেয়র বলেন, প্রায় ১ লাখ বর্গফুটের এ আইটি পার্কে অত্যধুনিক তথ্য-প্রযুক্তির পাশাপাশি থাকবে আধুনিক সুযোগ-সুবিধা।
আইটি-আইটিইএস শিল্পের বিকাশ, দেশীয় শিল্প উদ্যোক্তাদের সক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এ সফটওয়্যার টেকনোলজি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর বিএফআইডিসিতে হাইটেক পার্ক সফটওয়্যার পল্লী নির্মাণের পরিকল্পনা উল্লেখ করে মেয়র বলেন, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের নামে এটি নির্মাণ করা হবে। তিনি এ উদ্যোগে সহযোগী হতে হাইটেক পার্ক কর্তৃপক্ষকে প্রস্তাব দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।