Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প ভেজা নুডলসের মতো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন চলচ্চিত্র তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আরনল্ড শোয়ার্জনেগার। তিনি টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আপনার সংবাদ সম্মেলনে দেখেছি এবং তা ছিল লজ্জাজনক। আমি বলতে চাইছি যে, আপনি ভেজা নুডলসের মতো সেখানে দাঁড়িয়েছিলেন, একজন ভক্ত বালকের মতো। আপনি যখন তাঁর কাছে অটোগ্রাফ চাইছিলেন অথবা একটা সেলফি তোলার কথা বলছিলেন কিংবা অন্য কিছু তখন আমি নিজেই নিজের কাছে প্রশ্ন করছিলাম।” ওশায়ার্জনেগার বলেন, মি. ট্রাম্প মার্কিন গোয়েন্দাদেরকে বিক্রি করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে শোয়ার্জনেগার একথা বলেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হেলসিংকিতে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওই মন্তব্য করায় মার্কিন রাজনৈতিক নেতাদের পাশাপাশি দেশটির গণমাধ্যম ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ