Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোথাও বর্ণবাদের অবসান হয়নি

ম্যান্ডেলাকে নিজের বড় অনুপ্রেরণা হিসেবে তুলে ধরলেন ওবামা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ম্যান্ডেলাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র বা আফ্রিকা কোথাও বর্ণবাদের অবসান হয়নি। কিংবদন্তি বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে অতীতের ধারাবাহিকতায় আবারও নিজের সব থেকে বড় অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছেন তিনি। মার্কিন ইতিহাসের একমাত্র এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে দেওয়া এক ভাষণে নিজেকে ম্যান্ডেলার আদর্শের অনুসারী পরিচয় দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ আফ্রিকা, কোথাও বর্ণবাদের অবসান হয়নি আজও। প্রায়শই ম্যান্ডেলাকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন ওবামা। মঙ্গলবার তার জন্মশতবার্ষিকীর আগের দিনে জোহানেসবার্গে ওয়ান্ডারার্স ক্রিকেট স্টেডিয়ামে ভাষণ দেন ওবামা। এ সময় উপস্থিত ছিলেন পনেরো হাজারের মতো মানুষ। ওবামা সমবেত জনতার উদ্দেশে বলেন, চরম বিশৃঙ্খলার মাঝেও তিনি দিশা খুঁজে ফিরছেন। ২০১৭ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে ওবামাকে তুলনামূলকভাবে জনসম্মুখে খুব কমই হাজির হতে দেখা গেছে। ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে ওবামা অনেকদিন পর বিরল বক্তব্য রাখেন। ওবামা বলেন, ‘আমি ম্যান্ডেলার আদর্শে বিশ্বাসী। তার কাছে অনুপ্রেরণা পাওয়া বিশ্বের অগণিত মানুষের মধ্যে আমিও একজন। ম্যান্ডেলার জনপ্রিয়তা নিয়ে ওবামা বলেন, ম্যান্ডেলার সারাজীবন প্রেসিডেন্ট থাকতে পারতেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ