Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিলামে উঠছে নেলসন ম্যান্ডেলার কারাকক্ষের চাবি, দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:৩১ এএম

বর্ণবাদ-বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা রবেন দ্বীপের যে কারাকক্ষে বন্দী ছিলেন, সেটির চাবি নিলামে উঠছে। তবে এই নিলাম বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার রবেন দ্বীপে ২৭ বছর জেল খেটেছেন। আগামী ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গার্নসিস অকশন হাউসের মাধ্যমে চাবিটি বিক্রি করার কথা আছে। বিক্রেতা ক্রিস্টো ব্র্যান্ড ম্যান্ডেলার কারারক্ষী ছিলেন।
এ নিয়ে আপত্তি জানিয়ে দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিমন্ত্রী নাথি মেথওয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ নিলামের আয়োজন করা হয়েছে।
মন্ত্রী বলেছেন, এ চাবিটি দক্ষিণ আফ্রিকার জনগণের। এটি কারও ব্যক্তিগত বিষয় নয়। চাবিটি অবিলম্বে এর সঠিক মালিকদের কাছে ফেরত দিতে হবে এবং এই নিলাম অবশ্যই বন্ধ করতে হবে।
ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ