গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলগাঁওয়ে এক শিশুর ইটের আঘাতে অপর শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আলামিন হোসেন মুন্না (১০)।
মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় তাকে আঘাত করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে ঢামেকে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, নিহত মুন্নার সঙ্গে ১০-১২ দিন আগে এলাকার সিজান (১২) নামে এক শিশুর মারামারি হয়। এর জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় হাশেম মোল্লার নির্মাণাধীন বাড়িতে মুন্নাকে ডেকে নেয় সিজান।
পরে ওই বাড়ির তৃতীয়তলায় তাকে ইট দিয়ে মাথা, নাক ও মুখে আঘাত করে। এ ঘটনায় শিশু সিজানকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মুন্নার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। বাবার নাম আল মামুন। মুন্না স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে বাবা-মায়ের সঙ্গে খিলগাঁওয়ের ৪৩/৩ মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।