বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নবীগঞ্জে ছাত্রলীগের ক্যাডার বহিরাগত বখাটে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও হামলায় নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল গোলাম হোসেন আজাদসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে। আহতদের মাঝে ২ জন’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত কলেজ ছাত্রী চৈতী (১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কলেজের শিক্ষার্থীরা জানান, নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের নুরুজ্জামান ফারুকীর বখাটে ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিপন আহমেদ মুন্না প্রায়ই কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করতো । এরমধ্যে ২য় বর্ষের ছাত্রী চৈতীকেও। গত সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সন্ত্রাসী মুন্না উক্ত কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করে। এ ঘটনায় ওই ছাত্রী কলেজের প্রিন্সিপাল গোলাম হোসেনের নিকট অভিযোগ দিলে প্রিন্সিপাল ঘটনার বিষয়ে মুন্নার প্রতি ক্ষুব্ধ হন। পরে মুন্নার পরিবার ওই কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে বিষয়টি সমাধান করে বিকালে প্রিন্সিপালকে বিষয়টি জানিয়ে যান।
গতকাল দুপুরের দিকে নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে অনার্স পরীক্ষা হলে পরিদর্শনে যাওয়ার পথে সন্ত্রাসী মুন্না ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দ্যেশে কলেজ প্রিন্সিপাল গোলাম হোসেন আজাদের গলায় ও হাতে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাচাতে কলেজ দপ্তরী কলেজ পাড়া এলাকার মজিদ উল্লার ছেলে ফয়জুর রহমান এগিয়ে আসলে সেও ছুরিকাঘাতের শিকার হয়। এ সময় পরীক্ষা হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসলে হামলাকারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিপন আহমেদ মুন্না মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী হুমায়ুন কবির নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল এবং প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখা হয়। পরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।