নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের বিভিন্ন সংস্থা, জেলা, ডাক বিভাগ ও শিক্ষা বোর্ডের শতাধিক উশুকাদের নিয়ে গতকাল শুরু হয়েছে জাতীয় মহিলা উশু প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, ডাক বিভাগ, রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ, রাজশাহী শিক্ষা বোর্ড, কক্সবাজার, মাদারীপুর, চট্টগ্রাম, ফরিদপুর, কুড়িগ্রাম, পাবনা, নড়াইল ও ঢাকা।
মাস্টার্স সুইমিং ও র্যালি আজ
স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক সাঁতার সংস্থার (ফিনা) ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে ফিনা অ্যাকুয়াটিকস ডে পালন করবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। আজ মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মাস্টার্স সুইমিং ও র্যালির আয়োজন করা হয়েছে। মাস্টার্স সুইমিংয়ে উর্ধ্ব ৪৫ বছরের একশ’জন সাঁতারু অংশ নেবেন। এছাড়া র্যালিটি সকাল ১০টায় সুইমিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়ে ফের ফেডারেশনে এসে শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।