Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিনেমায় আসিফ: নায়িকা মাহি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এ খবর তিনি নিজে জানিয়েছেন। সিনেমার নাম ভিআইপি। পরিচালনা করবেন সৈকত নাসির। আর আসিফের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন মাহিয়া মাহি। এরই মধ্যে ফেসবুকে আসিফের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা। এরপর থেকে আসিফ ভক্তদের মাঝে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। সিনেমাটিতে আসিফের নায়িকা কে হতে যাচ্ছেন, এ বিষয় নিয়ে কৌতুহল তৈরি হয়। জয়া আহসান ও মাহিয়া মাহি থেকে যে কোন একজনকে নেয়ার কথা জানান নির্মাতা। অবশেষে মাহিকে বেছে নেয়া হয়। আসিফ বলেন, মাহি এ সিনেমার নায়িকা। এরই মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমার বিশ্বাস ভালো কিছু হতে চলেছে। সিনেমায় অভিনয় প্রসঙ্গে আসিফ বলেন, সৈকত নাসির অনেক মেধাবি নির্মাতা। তার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর গল্পটাও ভালো লেগে যায়। আর নির্মাতাই আমাকে অনুপ্রাণিত করেছেন সিনেমাটি করার জন্য। অ্যাকশন থ্রিলারভিত্তিক সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করছেন আসাদ জামান ও সৈকত নাসির। বড় বাজেটের এ সিনেমার দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা ২০ মিনিট। আগামী ঈদের পরপরই সিনেমাটির শূটিং শুরু হবে। ওয়েবের পাশাপাশি বড় পর্দায় মুক্তির কথাও জানিয়েছেন সৈকত নাসির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ