Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুন মাসে ঢাকা রেঞ্জে ৩৪৯৫ মামলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:৩৯ এএম

গত জুন মাসে ঢাকা রেঞ্জে ৩৪৯৫টি মামলা হয়। যা মে মাসের তুলনায় ৭৫৭টি কম। একই সময় মাদকদ্রব্য উদ্ধার মামলা হয় ১৮৩০টি। এছাড়া অস্ত্র মামলা ১৬টি, ডাকাতি, দস্যুতা ও শিশু নির্যাতন মামলা হ্রাস এবং খুন ও নারী নির্যাতন মামলা বৃদ্ধি পেয়েছে। খুন মামলা বৃদ্ধি পেলেও অধিকাংশ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা রেঞ্জ অফিসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা রেঞ্জে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া গত জুন মাসে একই রেঞ্জে মোট ৩১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। গত রোববার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ঢাকা রেঞ্জ চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ