পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক নারীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাব। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৭০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ ও ২৯ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৩৭টি মামলা করা হয়েছে।
ইয়াবাসহ নারী গ্রেফতার: এদিকে বাড্ডার সাতারকুল এলাকা থেকে আকলিমা আক্তার লুনা (৩০) নামে এক নারী ইয়াবা ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ সময় তার কাছ থেকে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে লুনা রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মাদক বিক্রির কথা স্বীকার করে। তার বিরুদ্ধে বাড্ডা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।