Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান্নার প্রযোজনা সংস্থা থেকে নতুন সিনেমা নির্মিত হচ্ছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মরহুম চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকে কিছুদিন আগে নতুন সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন তার সহধর্মিনী শেলী মান্না। এরইমধ্যে সবকিছু গুছিয়েও নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবারও সিনেমা নির্মিত হবে। ২৩শে জুলাই নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেবেন বলে শেলী মান্না জানান। সিনেমার নাম জ্যাম। দীর্ঘদিন পর সিনেমা প্রযোজনা স¤পর্কে শেলী মান্না জাগো নিউজকে বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর পর নতুন সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে কৃতাঞ্জলী কথাচিত্র। সর্বশেষ এই প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত পিতা মাতার আমানত সিনেমাটি নির্মিত হয়েছিল, এরপর আর কোনো সিনেমা নির্মিত হয়নি। আবারও নতুন সিনেমা প্রযোজনা করতে যাচ্ছি। অনেক আগেই এর গল্প নির্বাচন করা হয়েছিল। এর কাহিনী লিখেছেন বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক মরহুম আহমদ জামান চৌধুরী (খোকা) ভাই। এটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। শেলী বলেন, নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। তবে এতে বেশকিছু চমক রয়েছে। অনুষ্ঠানে শুভ মহরতের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানিয়ে দেয়া হবে। দর্শকদের একটি ভাল সিনেমা উপহার দেয়ার চেষ্টা থাকবে। উল্লেখ্য, মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্র থেকে প্রযোজিত অধিকাংশ সিনেমাই ব্যবসা সফল ছিল। এরমধ্যে রয়েছে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা মাতার আমানত। ২০০৮ সালের ১৭ ফেব্রæয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে এই জনপ্রিয় নায়ক মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ