রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, আ.লীগের বিজয় নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে দলীয় নেতা কর্মীদের সক্রিয় করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যান্নয়নে প্রতিটি গ্রামের উন্নয়ন ঘটিয়ে শহরে রুপান্তরিত করবেন বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। গত রোববার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী বাজার মাঠে কামালেরপাড়া ইউনিয়ন আ.লীগ আয়োজিত এক উঠান বৈঠক এবং জুমারবাড়ী ইউনিয়ন আ.লীগ আয়োজিত মামুদপুর মাঠে পৃথক পৃথক দু’টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাহমুদ হাসান রিপন এসব কথা বলেন। কামালেরপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল কদ্দুছ মন্ডলের সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আ.লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোসলেম উদ্দিন বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক ও বোনারপাড়া ইউপি সদস্য আব্দুল হামিদ সরকার, কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, ফুলছড়ি উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, সাঘাটা উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, সাহিত্য ও গবেষণা সম্পাদক হুমায়ুন কবির সুমন, যুব ও ক্রিড়া সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান শিপন, সাঘাটা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পদুমশহর ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল খালেক, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বকুল, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ আহ্বায়ক খন্দকার ইকবাল হোসেন, স্বেচ্ছা সেবক লীগ নেতা মিজান, জুমারবাড়ী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাজাহান আলী সাজু, কামালেরপাড়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মুনছুর রহমান ভোলা, উপজেলা তাতী লীগ সভাপতি মামুনুর রশিদ চিনু, যুগ্ন আহ্বায়ক কামাল রাব্বী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।