বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় জহিরুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল ভিকটিম বাদি হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।
গতকাল রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একই গ্রামের বাহার মিয়ার ছেলে এবং তিনি দুই সন্তানের জনক। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় কর্মরত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই সোহেল জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে নবীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামকে গ্রেফতারের জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।